স্পোর্টস ডেস্ক: যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি’র মেয়র মোঃ আতিকুল ইসলাম। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মেয়র কাপ। সোমবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে মেয়র কাপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডিএনসিসি মেয়র। ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো শুরু করবে সাইফ পাওয়ারটেক ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ।
ফুটবল-ক্রিকেট-ভলিবল এই তিনটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এই মেয়র কাপ। ১৫ নভেম্বর থেকে শুরু হবে মাঠ ও কোর্টের খেলা। উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নেবে এই আসরে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের যে কোনো নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলের হয়ে অংশ নিতে পারবেন। ৫৪ জন কাউন্সিলর এবং ১৮ নারী জন কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত হবে তিনটি ইভেন্টের দলগুলো।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ফুটবলে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বাবুল ভলিবল ইভেন্টে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়াও মেয়র কাপের প্রচারণায় অংশ নেবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, আকরাম খান, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ভলিবল খেলোয়াড় হরষিত বিশ্বাস, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই চাই একটি সুন্দর শহর। কিন্তু আমাদের ছেলেমেয়েরা তাদের রুমে গিয়ে ফোন-ল্যাপটপে পড়ে থাকে। বাবা-মাও নিজেদের মতো ব্যস্ত থাকে। এটা ছেলেমেয়েদের দোষ নয়। আমরা তাদের মাঠে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা সব মাঠ দখল করে দালান বানাচ্ছি। এতে আমাদের ছেলেমেয়েরা খেলার মাঠ পাচ্ছে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা দরকার। তাই আমাদের এই চেষ্টা। আমরা সবাই মিলে চেষ্টা করেছি খেলাধুলার একটা ব্যবস্থা করার। কারণ খেলাধুলার কোনো বিকল্প নেই। আগামীতে যেন আরো বড় আকারে করা যায় সেই চেষ্টা করব। আপনারা সবাই মাঠে আসবেন। অংশগ্রহণ করবেন।’
মোঃ আতিকুল ইসলাম আরও বলেন, সবাই মিলে সবার ঢাকাকে দখল ও দূষণমুক্ত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে। মেয়র কাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসরের টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।