সারাদেশ ডেস্ক: এখনো রোহিঙ্গা ক্যাম্পে, নামে বেনামে ছোট বড় অন্তত, ২০টি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। যারা কখনো চাঁদা দাবি করে, আবার কখনো তাদের হয়ে কাজ করার চাপ দেয় দৃর্বুত্তরা। ফলে সারাক্ষণই ভয়ের মধ্যে থাকতে হয় দেশহীন এসব মানুষকে।
কক্সবাজারে ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প। যেখানে চেনা অচেনা অসংখ্য মানুষের পদচারণা থাকে রাতদিন। ক্যাম্পের এমন প্রাণচাঞ্চল্য ছাপিয়ে সবসময়ই আতংক ভর করে সাধারণ রোহিঙ্গাদের মাঝে। কারণ, প্রায়ই বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ হানা দেয় কোথাও না কোথাও।
স্থানীয়দের তথ্যমতে, ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ, ডাকাতিসহ এমন কোন অপরাধ নেই, যা করেনা সক্রিয় সন্ত্রাসীগ্রুপগুলো। কখনো আরসা বা আল ইয়াকিনের মতো রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের নাম ব্যবহার করে, ভয়ভীতি দেখায় তারা। যা জানে আইনশৃঙ্খলাবাহিনীও। তাই, তালিকা করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছেন এপিবিএন-এর কর্মকর্তা নাইম উল হক।
বিভিন্ন সংস্থা ও রোহিঙ্গাদের তথ্য মতে, কক্সবাজারের ৩৪টি ক্যাম্পে ছোট বড় কমবেশি ২০টি গ্রুপ সক্রিয়। একেকটি গ্রুপে সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জন। এসব দুর্বৃত্ত ক্যাম্পে অপরাধ করে আশ্রয় নেয় পাহাড়ি জঙ্গলে থাকা আস্তানায়।