আইন ও আদালত ডেস্ক: প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ধামাকার প্রধান পরিচালন কর্মকর্তা সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৯ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এরআগে ২৩ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে ‘ধামাকা শপিং ডটকম’র চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন শামীম খান নামে এক ব্যবসায়ী।
মামলায় আসামিরা হলেন—ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী, ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসিম উদ্দিন চিশতী, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয়, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা, হিসাব বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক সাফোয়ান আহমেদ, প্রধান ব্যবসা কর্মকর্তা ডি এম ডি দেবকর দে শুভ, নাজিম উদ্দিন আসিফ (২৮), উপ-ব্যবস্থাপক আমিরুল হোসাইন, আসিফ চিশতী ও সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান।