ইন্টারন্যাশনাল ডেস্ক: অস্থায়ীভাবে সাড়ে ১০ হাজার শ্রম ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। লরি ড্রাইভার এবং পোলট্রি কর্মীদের সহায়তায় এই দুই খাতে ভিসা দেবে ব্রিটেন। এদিকে, ইউরো নিউজের এক প্রতিবেদনে জানা যায়, চরম শ্রমিক সংকটে পড়েছে ব্রিটেন।
যুক্তরাজ্যের পরিবহন বিভাগ জানিয়েছে, তারা ৫ হাজর লরি ড্রাইভারকে তিন মাস মেয়াদী ভিসা দেবে। এই শিল্পের সংকট সাময়িকভাবে লাঘব করতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। আর পোলট্রি শিল্প খাতের জন্য সাড়ে ৫ হাজার ভিসা দেয়া হবে। খাদ্য শিল্পে আরও বাড়তি চাপ এড়াতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তারা বলছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষকদের সহায়তায় ৪ হাজার মানুষকে নতুন হেভি গুডস ভেহিক্যাল (এইচজিভি) চালানোর প্রশিক্ষণ দেয়া হবে।
দেশজুড়ে জ্বালানি সরবরাহের জন্য যেসব গাড়ি ব্যবহার করা হয়, তা চালানোর জন্য যথেষ্ট দক্ষ ড্রাইডার না থাকায় সম্প্রতি বেশকিছু পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছে যুক্তরাজ্যে। আর খাদ্য সরবরাহ কম থাকায় কিছু সুপারমার্কেটের তাক খালি দেখা গেছে।
করোনাভাইরাস মহামারি, কর্মক্ষম ব্যক্তিদের বয়স বৃদ্ধি এবং ব্রেক্সিটের পর বিদেশি কর্মীদের দেশ ছেড়ে যাওয়া, এসব কারণেই এই সংকট তৈরি হয়েছে বলে জানা গেছে। ব্রেক্সিটের পর যে নতুন অভিবাসন নীতি আরোপ করেছে ব্রিটিশ সরকার, তাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকরা এখন থেকে যুক্তরাজ্যে ভিসা ছাড়া কাজ করতে এবং থাকতে পারবে না।