আইন ও অপরাধ ডেস্ক: ২০০ কোটি টাকা ফেরত পেতে ধামাকা শপিং ডটকমকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছে বিক্রেতারা। এর মধ্যে পদক্ষেপ না নিলে ই-কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে ধামাকা শপিং ডটকম বিক্রেতা অ্যাসোসিয়েশন। সংগঠনটির জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, ধামাকা শপিং ডটকম সেলার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, ধামাকার চেয়ারম্যান ডা. এম আলী এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসিম উদ্দিন চিশতীর কাছে বিক্রেতাদের পাওনা প্রায় ২০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, ‘গ্রাহকদের পণ্য দিয়ে বিল জমার ১০ কার্যদিবসের মধ্যে পাওনা অর্থ পরিশোধের কথা বলে আমাদের কাছে টাকা নেয় ধামাকা। ইতোমধ্যে ১৬০ দিনেরও বেশি সময় পার হয়েছে। কিন্তু এপ্রিল থেকে গ্রাহকদের পণ্য সরবরাহ বাবদ বিক্রেতাদের পাওনা ২০০ কোটি টাকা পরিশোধ করেনি তারা।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, বিক্রেতাদের পাওনা অর্থ ফেরত এবং গ্রাহকের পণ্য সরবরাহের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ধামাকা।৬৫০ বিক্রেতা ও তিন লাখ গ্রাহকের মানবিক দিক বিবেচনা করে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।এছাড়া আনুষঙ্গিক ব্যবস্থা নেবে।’