সিডনী থেকে বিশেষ প্রতিনিধি আশরাফুল আলম রনি : অস্ট্রেলিয়ার ল্যাকেম্বার ওয়ালী পার্কে ৭ই ডিসেম্বর বিজয় মেলা পালন করবে সেদেশে নিযুক্ত জিয়া ফোরাম। ‘এসো বিজয় মেলায়, ভাসো আনন্দ ভেলায়।’ আরিফুলের হকের সভাপতিত্বে এবারের মেলায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন নিউ সাউথ ওয়ালসের মেয়র টনি বার্ক। এবারের বিজয় মেলায় থাকছে বাংলা খাবারের সমারহ, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন, বিজয় দিবসের তাৎপর্যকে সামনে বাচ্চাদের মঞ্চনাকটক, বাঙ্গালী ফ্যাশনসহ ও নৃত্যপরিবেশনা।
এছাড়াও প্লেব্যাক সিঙ্গার রিজিয়া পারভীন ও সিডনী’র ব্যান্ড সঙ্গীত ‘সৃষ্টি’ পরিবেশন করবে বিজয়ের গান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম রনি, সাংগঠনিক সম্পাদক জাকির আলম লেলিন ও সিনিয়র সদস্য হায়দার আলীসহ আরো অনেকে। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছেন লিংকার্স । বিজয় মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়া নিযুক্ত বাংলাদেশী কাউন্সিলর টিটু, বাবু ও মাসুদ চৌধুরী। সার্বিক সহযোগিতায় রয়েছেন জিয়া ফোরামের প্রধান উপদেষ্টা চৌধুরী হুমায়ার রানা। এবারের আয়োজনে থাকবে ৮ থেকে ১০ হাজার বাঙ্গালীসহ বিভিন্ন দেশের অতিথিরা।