আইন ও আদালত ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তায় খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত রোগীদের ৯০ শতাংশ গ্রামের: স্বাস্থ্য ডিজি
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেন জানান, সোনাডাঙ্গা থানার ২৩ (২) ২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, সকালে পুলিশ হেফাজতে তাকে খুলনা জেলা কারাগারে নেয়া হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মামুনুল হকের হাজতি নম্বর- ৭৬৬/২১।
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।