বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক প্রয়াত সালমান শাহ’র স্ত্রী সামিরা আবারও বিয়ে করলেন। সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। এটি সামিরার তৃতীয় বিয়ে। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সামিরার সাবেক স্বামী মোশতাক গণমাধ্যমকে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। ২১ জুন সেটা দুজনের সম্মতিতেই কার্যকর হয়। মোশতাকের সংসারে এক পুত্র ও দুই কন্যার জননী সামিরা।
নতুন জীবন শুরুর কথা জানিয়ে সামিরা গণমাধ্যমে বলেন, ‘সালমান শাহর স্ত্রীর পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। সামিরা আরও জানান, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন। সামিরার আগের সংসারের তিন সন্তান এখানে তার সঙ্গেই থাকে।
এর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর তার বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা।