ইন্টারন্যাশনাল ডেস্ক: গ্রিসের এভিয়া দ্বীপে ভয়াবহভাবে দাবানল ছড়িয়ে পড়লে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। রোববার (৮ আগস্ট) ষষ্ঠ দিনেও দ্বীপটিতে নিয়ন্ত্রণে আসেনি দাবানল। সমুদ্রপথে অনেককে ইতিমধ্যে সরানো হয়েছে। বাকিদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে ফেরি।
দাবানল ছড়িয়ে পড়েছিল এথেন্সের শহরতলীতেও। সেখানে এর ক্ষিপ্রতা অনেকটাই কমেছে। তবে এথেন্সের উত্তরের এভিয়া দ্বীপ দাবানলে জ্বলছে চলছে। চারপাশে ছড়িয়ে পড়া এই দাবানলে হাজার হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে ছাঁই হয়েছে বলে জানা যাচ্ছে।
সারোপৌলি নামক গ্রামের এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমাদের গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমি বাড়ি হারিয়েছি। কিছুই অবশিষ্ট নেই। কাল কি হবে জানি না। এটা বিশাল বিপর্যয়।’
সপ্তাহব্যাপী দাবদাহের পর গ্রিসের বিভিন্ন অংশে তিন দশকে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। রেকর্ড তাপমাত্রায় দাবদাহ হয়েছে প্রলয়ঙ্কারী। বনভূমি পুড়ে ছাঁই হয়েছে। দাবানলে ছারখার হয়েছে অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।
দেশজুড়ে দাবানল ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড, ফ্রান্স, মিসরের মতো দেশ। স্পেন দাবানল ঠেকানোর জন্য বিমান পাঠিয়েছে। মোতায়েন রয়েছে সাড়ে পাঁচ শতাধিক দমকল কর্মী।