ইসলাম ও ধর্ম ডেস্ক: আরবী বছরের শুরু বা হিজরি নববর্ষ থেকে শুরু হতে যাওয়া নতুন ওমরাহ মৌসুমে মুসল্লিদের সংখ্যায় কোনো বিধিনিষেধ থাকছে না। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাতের বরাত দিয়ে ‘গালফ নিউজ’ জানায়, নির্ধারিত সংখ্যা সৌদির সামর্থ্য, সুরক্ষাবিধি ও পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ নয়।
মন্ত্রী বলেন, আইন অমান্যকারী অপারেটররা মুসল্লিদেরকে ওমরাহ পালনে কোনো ধরনের সেবা দিতে পারবে না এবং তাদেরকে মোটা অংকের জরিমানার আওতায় নিয়ে আসা হবে।’
করোনা মহামারি শুরুর পর থেকে ভিসার নিয়মভঙ্গের কারণে কয়েকশ ওমরাহ অপারেটরকে ২শ কোটি সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে।
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর ১০ আগস্ট থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। ১৮ বছর বা এর ঊর্ধ্ব বয়সীরাই কেবল ওমরাহ পালনের অনুমতি পাবেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই কেবল সৌদি আরবে আসতে পারবেন মুসল্লিরা।