ইসলাম ও ধর্ম ডেস্ক: বিদেশিদের জন্য পবিত্র ওমরার নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব। আগামী ১০ আগস্ট (পহেলা মহররম) থেকে ওমরাহ পালন করতে পারবেন বিদেশিরা।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ব্রাজিল, ভারত ও পাকিস্তানসহ মোট নয়টি দেশ ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ এবং বাকি দেশগুলোর নাগরিক সরাসরি ঢুকতে পারবেন দেশটিতে। তবে সবাইকে অবশ্যই ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন এন্ড জনসনের টিকা নিয়ে আসতে হবে।
এদিকে বিদেশি মুসল্লিদের ওমরা পালনকে কেন্দ্র করে দেশটির ৫০০টি কোম্পানি এবং প্রতিনিধিদের সকল ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনা টিকা প্রদানের পরিস্থিতি দেখে মহররম থেকে ওমরা পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ওমরা পালনের সকল আনুষ্ঠানিকতা অর্থাৎ হোটেল বুকিং দেওয়া এবং নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়।
সৌদি নাগরিকদের জন্য ২৫ জুলাই শুরু হয়েছে ওমরাহ।