হেলথ ডেস্ক, ২ ডিসেম্বর, ২০১৯ইং, এইউজেডনিউজ২৪ :মুনজারিন ইসলাম ইলমা-নবজাতক শিশু কন্যা।আরএনভি ভাইরাসে আক্রান্ত হয়ে কাঁতরাচ্ছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীবটি। ধীরে ধীরে বেড়ে ওঠা ৪৫ দিনের এই নবজাতক যখনই সময় হামিগুড়ি দিয়ে খেলাধুলা করার, ঠিক তখনই মা রাহিমা উন্মাদের মতো বুকের টুকরোটির কষ্ট দেখে আতঙ্কিত হয়ে আল্লাহ পাক রাব্বুল আল-আমীনের নিকট সব সময় প্রার্থনায় মগ্ন রয়েছেন। ইলমার বাবা মানিরুল ইসলাম ওয়েবপোর্টাল www.auznews24.com – এর নিউইয়কের বিশেষ প্রতিনিধি।
বাবা মানিরুল হর্ণে হয়ে নিউইয়র্কের বিভিন্ন শিশু হাসপাতাল থেকে শুরু প্রাইভেট ক্লিনিক পর্যন্ত দিকবেদিক হয়ে ছুটে চলছেন এই ৪৫ দিন বয়সী অসুস্থ মুনজারিন ইসলাম ইলমাকে নিয়ে।মূলত আরএনভি ভাইরাসের ফলে শ্বাস নিতে কষ্ট হওয়া, বুকে কপ জমে থাকাসহ খাওয়া-দাওয়া কমে যায়। এই পরিবারটি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমান ভাই-বোনের কাছে ইলমা’র জন্য দোয়া চেয়েছেন নিউইয়র্কের ৪২৫ পাইন স্ট্যাট অ্যাপার্টমেন্ট-ওয়ান এফ ব্রুকলিন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশী এই পরিবারটি।