স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এই ম্যাচের মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে খেলতে যাচ্ছে টাইগাররা। তবে প্রথম ম্যাচে একাধিক মূল তারকাকে পাচ্ছে না তামিম ইকবালের দল।
পারিবারিক কারণে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। ফলে অভিজ্ঞ এই ক্রিকেটার ছিটকে গেছেন গোটা সফর থেকে। মুশফিক বাদে প্রথম ম্যাচে নেই মোস্তাফিজুর রহমানও। চোট পেয়ে এই ম্যাচে খেলতে পারছেন না কাটার মাস্টার। অন্যদিকে পুরো ফিট না হয়ে খেলবেন অধিনায়ক তামিম ইকবাল।
মুশফিকের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্বে দেখা যাবে লিটন কুমার দাসকে। মোস্তাফিজের জায়গায় সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ
তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।