স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষেন শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ইনজুরি নিয়েই ওয়ানডে সিরিজ খেলতে চান তামিম ইকবাল। যদিও তাতে টি টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কা থাকছে। দলের ম্যানেজার জানিয়েছেন, ইনজুরি ম্যানেজ করেই খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
হাঁটুর ইনজুরি নিয়েই জিম্বাবুয়ে সফরে যান তামিম ইকবাল। ব্যাটিং করতে সমস্যা না থাকলেও রানিং ও দীর্ঘ সময় ফিল্ডিংয়ে ব্যথা অনুভব করেন এ বাঁহাতি ব্যাটসম্যান। টেস্ট ম্যাচ না খেললেও অনেকটা জোর করেই ওয়ানডে সিরিজ খেলতে চান তামিম। তবে এতে হিতে বিপরীতের শঙ্কা থাকছে। ওয়ানডের পর জিম্বাবুয়েতে ৩ আর দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচ কি খেলতে পারবেন তামিম?
তামিমের ইনজুরির পাশাপাশি ওয়ানডে সুপার লিগ নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট। পয়েন্ট টেবিলের দুই নম্বরে বাংলাদেশ আর তা আরো সুসংহত করতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের। নতুন দুই কোচ রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স দলের সাথে মানিয়ে নিয়েছেন। ক্রিকেটাররাও তাদের কাজে সন্তুষ্ট।
টানা বায়োবাবলে থাকার অবসাদ থাকলেও জিম্বাবুয়েতে ভিন্ন পরিবেশে সময় কাটছে টিম বাংলাদেশের। টিম হোটেলের আবদ্ধ পরিবেশের পরিবর্তে খোলামেলা গ্রামীণ আবহ থাকায় মানসিকভাবে চাঙা সাকিব-মুশফিকরা।