ন্যাশনাল ডেস্ক: ঈদ-উল-আযহার ছুটির আগে ১৯ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর শ্রম ভবনে বৈঠক শেষে এ নির্দেশ দেন তিনি।
এসময়ে তিনি শ্রমিকদের ঈদের ছুটি ৫ দিন দেয়ারও সিদ্ধান্ত জানান। তবে শ্রমিকদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া যেসব মালিকপক্ষ শ্রমিকদের এপ্রিল ও মে মাসের বেতন এখনো পরিশোধ করেনি তাদেরকে দ্রুত পরিশোধেরও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঈদে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে পোশাকসহ সব শিল্পের শ্রমিকদের বদলি ছুটি পাওনা থাকলে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন মালিক ও শ্রমিকপক্ষ।
সভায় উপস্থিত পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা জানান, ইতিমধ্যে প্রায় শতভাগ কারখানার শ্রমিকেরা জুন মাসের বেতন পেয়েছে।
মন্নুজান সুফিয়া জানান, গণটিকার আওতায় ৩৫ বছর বা তার বেশি বয়সের শ্রমিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে শ্রম মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই ৩৫ বছরের কম বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার ব্যবস্থা করা হবে।
আমন্নুজান সুফিয়া জানান, গণটিকার আওতায় ৩৫ বছর বা তার বেশি বয়সের শ্রমিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে শ্রম মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই ৩৫ বছরের কম বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার ব্যবস্থা করা হবে।
সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর