স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সের নাম ঘোষণা করা হয়েছে। প্রিন্স খেলোয়াড় হিসেবে খুব একটা পুরনো নন। কাউন্টি খেলেছেন বছর দুয়েক আগেও। এমনকি বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহীমদের বিপক্ষেও খেলেছেন তিনি।
২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৮৭ রানে হারায় বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের ৮৭ রানের ইনিংসের পর বল টাইগারদের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে এনে দিয়েছিল ঐতিহাসিক এক জয়। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন প্রিন্স। আউট হয়ে যাওয়ার পরও প্রিন্স উইকেটেই ছিলেন, হার্শেল গিবসের রানার হিসেবে।
ওই ম্যাচে প্রোটিয়া ইনিংসের ২৭তম ওভারে জাস্টিন ক্যাম্পকে কট বোল্ড করেছিলেন সাকিব আল হাসান। নন স্ট্রাইকে থাকা প্রিন্সের দুই পায়ের ফাঁক দিয়ে ঢুকে ক্যাচটি তালুবন্দি করেছিলেন সাকিব। ওই দৃশ্যটি বাংলাদেশী ক্রিকেট ভক্তদের চোখে এখানো লেগে আছে। হয়তো ভুলেননি প্রিন্সও। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিপক্ষে শোচনীয় হার কি ভোলা যায়!