ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ নভেম্বর, ২০১৯ইং, এইউজেডনিউজ২৪: কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, রোববার থেকে দেশটিতে জাতীয় সংলাপ শুরু হবে। দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভের কারণে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় দুকে বলেন, ‘সারা দেশের নির্বাচিত মেয়র ও গভর্নরদের সাথে নিয়ে আমরা কাল জাতীয় সংলাপ শুরু করবো। ’ এদিকে, নূন্যতম মজুরি, পেনশন এবং করের সংস্কারসহ বিভিন্ন দাবিতে কলম্বিয়ার রাজধানী বোগোটায় কারফিউ উপো করে প্রেসিডেন্ট ইভান দুকে বাস ভবনের সামনে তৃতীয় দিনের মতো বিােভ করেছে প্রায় আড়াই লাখ মানুষ।
জাতীয় সংগীত গেয়ে তারা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শুর“ করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে দু’পরে মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ভাঙচুর ও বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা ঘটে। এদিকে প্রেসিডেন্ট ইভান দুকে জানিয়েছেন, বিােভ অব্যাহত রাখলে আইন-শৃক্সখলা বাহিনীর সাথে সেনাবাহিনীও আরো কঠোর অবস্থানে থাকবে। তবে বিােভকারীদের দাবির মুখে আগামী সপ্তাহেই ‘জাতীয় সংলাপ’ আয়োজনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে।