আইন ও আদালত ডেস্ক, আজনিউজ২৪: দেশে করোনা সংক্রমণের প্রেক্ষাপটে সীমিত পরিসরে ভার্চুয়াল মাধ্যমে চলছে উচ্চ আদালত। কিন্তু ঈদকে সামনে রেখে বেশি সংখ্যাক হাইকোর্ট বেঞ্চ চালুর দাবী করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে চলা ছয় বিচারপতির আপিল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বেশি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ চালুর অনুরোধ করেন
এসময় তিনি প্রধান বিচারপতিকে বলেন: ‘মাই লর্ড, আইনজীবীরা আমাকে এসে বলেন। আমি বারবার আপনাদের অনুরোধ করে বলছি। আপনারা হয়ত বিরক্ত হন, তবু বলার একমাত্র জায়গা তো আপনারাই। তাই বলছি যে আগামী সপ্তাহে আরও কয়েকটি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বাড়িয়ে দিন। সামনে ঈদ। মাঝে আর একসপ্তাহ মাত্র কোর্ট খোলা। আইনজীবীরা অনেক অসুবিধার মধ্যে আছে। অনেকে পেশা পরিচলনা করতে পারছে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবীদের জন্য ২০ হাজার টাকা করে লোন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আরও কিছু হাইকোর্ট বেঞ্চ বাড়িয়ে দিন।’
এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতিকে ঈদের আগে আরও কয়েকটি হাইকোর্ট বেঞ্চ বাড়িয়ে দিতে বলেন।
একপর্যায়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন: আপনারা কোর্ট বাড়াতে বলেন। কিন্তু করোনার যে অবস্থা তা তো দেখছেন। ভারতের অবস্থাও তো দেখছেন? আর কোর্ট বাড়ানোর ব্যাপারে তো আমি একা সিদ্ধান্ত নেই না। আমরা (আপিল বিভাগে ৬ বিচারপতি) সবাই বসেই পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেই। দেখি আমারা আজকে আবার বসে সিদ্ধান্ত নেব।’
এর আগে গত ১৮ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আরও বেশি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ চালুর আহবান জানালে প্রধান বিচারপতি বলেন: ‘শুনেন, আমরাও বারের (আইনজীবী সমিতি) থেকে এসেছি। আমরাও আইনজীবীদের সমস্যাগুলো বুঝি। জীবন ও জীবিকা দুটিই গুরুত্বপূর্ণ। তবে করোনার এই সময়ে আগে জীবন, পরে জীবিকা।’
দেশে করোনা সংক্রমণের উদ্ভুত পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আপিল বিভাগ সপ্তাহে ৩ দিন ও চেম্বার আদালত সপ্তাহের অন্য ২ দিন বসছে। এছাড়া বর্তমানে সীমিত পরিসরে ৬ টি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন।