স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে বাকি আর ৭ দিন। ইতোমধ্যেই বিদেশী ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেওয়া শুরু করেছেন। শেষ মুহূর্তে ইংলিশ ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
অজি অলরাউন্ডার মিচেল মার্শ আইপিএল থেকে সরে দাঁড়ানোয় তার জায়গায় রয়কে নিয়েছে হায়দ্রাবাদ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
জেসন রয়কে স্বাগত জানিয়ে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজিটি একটি টুইটও করেছে। তারা ক্যাপশনে লিখেছে, “ব্যক্তিগত কারণে ২০২১ আইপিএলে খেলবেন না মিচেল মার্শ। আমরা সানরাইজার্স পরিবারে জেসন রয়কে স্বাগত জানাচ্ছি।”
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অভিষেক শর্মা, বাসিল থাম্পি, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, মোহাম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীভাতস গোস্বামী, সিদ্ধার্থ কৌউল, খলিল আহমেদ, থাঙ্গারাসু নাটারাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আবদুল সামাদ, জেসন রয়, প্রিয়াম গার্গ, বিরাট সিং, জেসন হোল্ডার, ভূবনেশ্বর কুমার, জগাদীশা শুচিথ, মুজিব উর রহমান, কেদার যাদব।