স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ কারণে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন কুমার দাসের।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিসিবি এক বিজ্ঞপ্তিতে লিটন কুমার দাসের অধিনায়কের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিউজিল্যান্ড সফরের ওয়ান ডে সিরিজ শেষ করে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছেন তামিম ইকবাল। পিঠ আর আঙুলের চোট নিয়েও ওয়ানডে সিরিজ লড়ছেন মুশফিকুর রহিম। তবে গেল দুটি টি-টোয়েন্টির একটিতেও মাঠে নামতে পারেননি তিনি। শেষ টি-টোয়েন্টিতেও তার খেলা নিয়ে শঙ্কা আছে।
দলের সিনিয়ির খেলোয়াড় সঙ্কটের মধ্যে এবার বাদ পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। উরুর চোটে ভোগার কারণে আর শেষ টি-টোয়েন্টির আগে ফিটনেস ফিরে না পাওয়ায় তাকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ফলে ২০০৬ সালের পর প্রথমবার পঞ্চপাণ্ডব খ্যাত এই ৫ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে মোহাম্মদ মিঠুন আর সৌম্য সরকারকে পিছনে ফেলে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে লিটনের। তিনি বাংলাদেশ দলের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন। সব মিলিয়ে বাংলাদেশ দলের ১৮তম অধিনায়ক হিসেবে অধিনায়কত্বের স্বাদ পাচ্ছেন লিটন।
বৃহস্পতিবার সফরের শেষ ম্যাচে কিউই দলপতি টিম সাউদির সঙ্গে লিটনকে টস করতে দেখা যাবে তাকে। যদিও নিউজিল্যান্ড সফর একেবারেই ভালো যাচ্ছে না লিটনের। আগের তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি অর্থাৎ নিজের খেলা শেষ পাঁচ ম্যাচ ১৯, ০, ২১, ৪ ও ৬ করে সর্বসাকুল্যে ৫০ রান এসেছে তার ব্যাট থেকে।
হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টিতে বাজে পারফরমেন্সে ৬৬ রানে হারে টাইগাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি ফিল্ডিংও ছিল সমালোচনায়। নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ।
ফিল্ডিংয়ে কিছুটা স্বস্তি ফিরলেও, সৌম্য-নাইম ছাড়া বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থতার বৃত্তে। এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ৮ দেখার সবকটিই হারল লাল-সবুজরা। অকল্যান্ডের ইডেন পার্কের উইকেটেও ম্যাচটা হবে হাইস্কোরিং।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে এই ভেন্যুতে সর্বোচ্চ ২৪৫ রানের ইনিংসের রেকর্ড আছে ইংল্যান্ডের। এই মাঠে একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও, এখনও পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ।
সূত্র: সময় টিভি