স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। শেখ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার দুই বলে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ১১১ রান।
এদিন নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে পেসার মুস্তাফিজের পরিবর্তে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড একাদশেও একটি পরিবর্তন। লকি ফারগুসনের জায়গায় খেলছেন অ্যাডাম মিলনে।
প্রথম ওভারে স্পিন দিয়ে শুরু করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নাসুম আহমেদের করা ওই ওভার থেকে ৯ রান নেয় নিউজিল্যান্ড। পরের ওভারে ৭ রান দেন মোহাম্মদ সাইফউদ্দিন, নিজের দ্বিতীয় ওভারে নাসুম দেন চার রান।
এরপরই আসেন তাসকিন আহমেদ। প্রথম বলেই তাকে বিশাল ছক্কা হাঁকান ফ্যাবিয়েন অ্যালেন। পরের বলেই সহজ ক্যাচ মিস করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তাতে উইকেট না পাওয়ার হতাশায় পোড়েন তাসকিন। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ওই ওভারের পঞ্চম বলেই উইকেট নেন তাসকিন। তার বলে নাঈমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান ফ্যাবিয়েন অ্যালেন। ১০ বলে ১৭ রান করেন তিনি। ৪ ওভার তিন বলে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করে নিউজিল্যান্ড।
এরপর তাসকিন আহমেদ নিজেই উইকেট পান, সাইফউদ্দিনের বলে নিলেন দুর্দান্ত ক্যাচও। এই ক্যাচের পরের ওভারেই আবার উইকেট পান শরিফুল। গাপ্টিলের পর সাজঘরে ফেরেন আগের ম্যাচে দারুণ খেলা ডেভেন কনওয়ে। এবার ক্যাচ নেন মোহাম্মদ মিঠুন। ৫৫ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড।
শেখ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার দুই বলে চার উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ১০৭ রান। ব্যাটিংয়ে আছেন গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান। অন্যদিকে বাংলাদেশ দলের বলিংয়ে ছিলেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আসষফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, ইশ সোধি, হামিশ বেনেট, অ্যাডাম মিলেন।