ঝালকাঠি প্রতিনিধি, আজনিউজ২৪: ঝালকাঠির শেখেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন সুরুজ এর দুর্নীতি আর সেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে অাজ ২৪ মার্চ বিকেল ৫টায় শেখেরহাট টেম্পু স্ট্যান্ড মোড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিগত ১৯ বছর ধরে ইউনিয়ন পরিষদকে নিজের মালিকানায় পরিনত করেছেন এই মহা দুর্নীতিবাজ সুরুজ চেয়ারম্যান। এলাকায় সকল সড়ক নিজের মালিকানা ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করান সুরুজ। অথবা নিজের পরিচিত ঠিকাদারকে দিয়ে কাজ করে থাকেন সুরুজ চেয়ারম্যান। এই কারনে ২থেকে ৩ মাসের মধ্যেই সড়ক হয়ে পড়ে ভঙ্গুর ও রুগ্ন। এ নিয়ে এলাকাবাসী মুখ খোলার সাহস পযন্ত নেই। কেউ কেউ বিপক্ষে গেলেই মামলা অার নির্যাতনের শিকার হতে হয়। গাবখান থেকে শেখেরহাট সংযোগ সড়কটি দীর্ঘ দিন পড়ে অাছে অযন্তে অার অবহেলায়। এলাকার সবচেয়ে মুরব্বি লাবু খন্দকার মানববন্ধন দাড়িয়ে বলেন, অামরা অতিস্ঠ দেয়ালে পিঠ ঠেকে গেছে। পরিবর্তন চাই এমন নেশাগ্রস্ত মানুষ হতে। গাড়ি চালক লিটন বলেন, গ্রামের কোন গর্ভবতী মহিলা টেম্পুতে করে ঝালকাঠি হাসপাতালে যেতে গেলে রাস্তাই ডেলিভারি হয়ে যায়। কেউ কেউ এই সড়কের নাম দিয়েছে ডেলিভারি সড়ক।মানববন্ধনে এসে রাজপাসা গ্রামের মৃত মোকসেদ খানের ছেলে দরিদ্র অাকছির খান বলেন অামরা লজ্জিত জাতীয় নেতা আমির হোসেন আমু ভাইয়ের গ্রামের বাড়ি যাওয়ার এই সড়ক আজ নিজেই আমার মতো পঙ্গু হয়ে পড়ে আছে। সমাজসেবক ও শেখ পরিবারের সন্তান শেখ নুরুল হাদী বলেন, অামু ভাইয়ের নাম ভাঙিয়ে অাজ কিছু মানুষ কারি কারি টাকা কামানোর ধান্দায় নেমেছেন। এতে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের শুনামকে প্রশ্নবিদ্ধ করছে। মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন, বজলুর রশিদ, মহিদ খান,ইলিয়াস খান,শেখ কামরুল, নাদিম শেখ। বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত শতশত সাধারণ মানুষ দাড়িয়ে চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ করে বলেন, আমরা মুক্তি চাই সুরুজ চেয়ারম্যান এর কবল থেকে। সরকারের দেয়া চাল নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। সুরুজ চেয়ারম্যানের নিজের গুদামে এখনো রয়েছে শতশত বস্তা চাল। নিজের সুবিধার জন্য নিজস্ব লোকদের কিছু চাল গতকাল বিনামূল্যে বিতরণ করেন যা নির্বাচনি আচরন পুরোপুরি লঙ্ঘন করেছেন।
গত দুই দশক ধরেই জোর জুলুম আর লুটপাট করে চেয়ারম্যানের অাসনে বসে অাছে নুরুল আমিন সুরুজ। গড়ে তুলেছেন নিজস্ব গুন্ডাবাহিনী। স্কুল মাদ্রাসার নিয়োগ বানিজ্য সহ মাদক ব্যাবসায়ের সাথে সখ্যতা রয়েছে সুরুজ চেয়ারম্যানের। খোন নিয়ে জানা যায়, পারিবারিক ভাবে কখনোই অাওয়ামী রাজনীতির সাথে জরিত ছিলেন না। বাবা ছিল পাকিস্তানি রাজাকার,অার ছেলে হাল অামলে গা ভাসান অাওয়ামী রাজনীতিতে। এখনও সখ্যতা ও যোগাযোগ রয়েছে জামায়াত হেফাজতের সাথে। রাজনীতি তার মুল চরিত্র নয়, এটির অাড়ালে কারি কারি টাকা কামানো। একজন সাধারণ ইউপি চেয়ারম্যান হয়ে গড়ে তুলেছেন শতশত কোটি টাকার সম্পদ। অথচ প্রথম নির্বাচনের অাগে নিজের জমি বিক্রি করে নির্বাচন করেন। এখন কি নেই সুরুজের বরিশালে বাড়ি, ঢাকায় একাধিক বাড়ী গাড়ী। সিঙ্গাপুরেরও রয়েছে তার বিলাশ বহুল ফ্লাট। সহযোগী বাহিনীদেরও রয়েছে অঢেল টাকা ও সম্পদ। এলাকাবাসী মুক্তিচায়, পরিবর্তন চায় এমন নীতিহীন চেয়ারম্যান হতে।
ঝালকাঠি সদর অাসনের সংসদ সদস্য অামির হোসেন অামু ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা চেয়েছেন শেখেরহাট ইউনিয়নবাসী।
ঝালকাঠির শেখেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন সুরুজের স্বেচ্ছাচারিতা ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন
আজনিউজ২৪ :
2 Views