ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরায় সেখানে প্লাস্টার করা হয়েছে। রক্তচাপ স্বাভাবিক। রাতে ভালো ঘুমিয়েছেন। সকালে নাস্তা করেছেন। তার চিকিৎসায় ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে এসব খবর নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) রাতে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্দির থেকে পুজো দিয়ে ফেরার সময় তার গাড়ির দুই ধারে প্রচুর তৃণমূল সমর্থক জড়ো হয়েছিলেন। মুখ্যমন্ত্রীও তাদের দিকে হাত নাড়ছিলেন। এক পর্যায়ে তিনি গাড়ির দরজা খুলে বাইরে বের হওয়ার সময় পায়ে চোট পান।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাকে পরিকল্পনা করে ধাক্কা মেরে ফেলা হয়েছে। ওই ঘটনা আহত মুখ্যমন্ত্রীকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে ভর্তি করে সেখানে তার চিকিৎসা চলছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে রাজ্যটির জেলায় জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাতে বহু জায়গায় তৃণমূল সমর্থকরা ভাঙচুর করে পথ অবরোধও করেছে। এমনকী রাতে রাজ্যপাল জগদীপ ধনখর যখন হাসপাতালে মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন, তার গাড়িতেও জুতো ছুঁড়েও মারা হয় বলে অভিযোগ উঠছে।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশের কথা রয়েছে। যদিও আজ সেটা হবে নাকি হবে না সেটা এখনো জানানো হয়নি।
মমতার পায়ে চোট নিয়ে নির্বাচন কমিশন রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। একই সঙ্গে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরও পুরো ঘটনার বিবরণ চেয়ে পাঠিয়েছে।
মমতার পায়ে চোট ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
সূত্র: সময় টিভি