স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: ক্রিস গেইল প্রথম টি-টুয়েন্টিতে রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ১৬ বলে ১৬ রান। তৃতীয়টিতে ২০ বলে ১৩। টি-টুয়েন্টির ফেরিওয়ালার নামের পাশে একদম যায় না। আন্তর্জাতিক অঙ্গনে ফেরার এমন সিরিজে ৪১ বছর বয়সী গেইল ব্যর্থ হলেও ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে ট্রফি।
শ্রীলঙ্কার বিপক্ষ তিন টি-টুয়েন্টির লড়াইয়ে সোমবার ৩ উইকেটে জিতে ২-১এ সিরিজ নিশ্চিত করেছে উইন্ডিজ। প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছিল ক্যারিবীয়রা। পরের ম্যাচে ৪৩ রানে জিতে সমতা ফেরায় লঙ্কানরা।
কোলিডজে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৩১ রান জমায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৩ উইকেট ও ৬ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে উইন্ডিজ।
দিনেশ চান্দিমালের ৪৬ বলে অপরাজিত ৫৪ এবং অ্যাশেন বান্দ্রার ৩৫ বলে অপরাজিত ৪৪ রানে লড়াইয়ের পুঁজি জমায় সফরকারীরা।
লক্ষ্য তাড়ায় নেমে লেন্ডল সিমন্স ২৬, এভিন লুইস ২১, নিকোলাস পুরান ২৩ ও ফ্যাবিয়ান অ্যালেনের ৩ ছয়ে ৬ বলে অপরাজিত ২১ রানে জয় তুলে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।
দুদল এবার তিন ওয়ানডের সিরিজে মুখোমুখি হবে। যার প্রথমটি ১০ মার্চ। শেষে দুই টেস্টের সিরিজ দিয়ে সমাপ্তি হবে লড়াইয়ের।
সূ্ত্র: চ্যানেল আই