স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: ইতালিয়ান সিরি’আ লিগে দারুণ এক জয় পেয়েছে জুভেন্টাস। শনিবার রাতের ম্যাচে লাৎসিওকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।
ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে শুরুর একাদশে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ১৪তম মিনিটেই গোল খেয়ে বসে জুভেন্টাস। দেজান কুলুসেভস্কির ভুল পাসে সফরকারীদের এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হোয়াকিন কোররেয়া।
ম্যাচের ৩৯তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরায় আদ্রিয়েন রাবিওট। বিরতির পর ৫৭তম মিনিটে ফেদেরিকো চিয়েসার পাস থেকে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। তিন মিনিট পর পেনাল্টি থেকে নিজের জোড়া গোল করে ব্যবধান বাড়ান মোরাতা।
ম্যাচের ৭০তম মিনিটে রোনালদো মাঠে নামলেও ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। এ জয়ে ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জুভেন্টাস। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে এসি মিলান দুইয়ে। ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান।