ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: কোভিড-১৯ এর হাত থেকে রেহাই পেদে গোপনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ছাড়ার আগে গত জানুয়ারি মাসে তারা ভ্যাকসিন নিয়েছেন বলে তার এক উপদেষ্টা এই তথ্য দেন।
স্থানীয় সময় গত সোমবার (১ মার্চ) ট্রাম্পের এই উপদেষ্টা বলেন, তিনি কোন কোম্পানির টিকা নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর এএফপির। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। অভিষেকের আগে গত ২১ ডিসেম্বর তিনি প্রকাশ্যে করোনার টিকা নেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট থাকাকালীন করোনার তীব্রতা খাটো করে দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিয়ে তাচ্ছিল্য করেন তিনি। তবে গত রোববার ফ্লোরিডার অরল্যান্ডোতে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে সমর্থকদের টিকা নেওয়ার উৎসাহ দেন ট্রাম্প। এর পরদিনই ট্রাম্পের টিকা নেওয়ার খবর প্রকাশ পায়।
এরআগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনও ক্যামেরার সামনে টিকা নেন। এমনকি বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত ডিসেম্বরেই টেলিভিশনের সামনে টিকা নেন।