স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখার মিশনে শনিবার (২৭ ফেব্রুয়ারি) মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ওয়েস্টহ্যামকে হারাতে পারলে, শিরোপার পথে আরও এগিয়ে যাবে সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্যদিকে, লা লিগায় সেভিয়ার বিপক্ষে লড়বে বার্সেলোনা। স্তাদে র্যামন সানচেজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।
হার শব্দটাই ভুলে যেতে বসেছে ম্যানচেস্টার সিটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ অপরাজিত সিটিজেনরা। পেপ গার্দিওলার জাদুকরী কৌশলের সঙ্গে পাগলা ঘোরার মতো গোলের পেছনে ছুটছেন গুন্ডোগান, ডি ব্রুইনা, মাহরেজ, স্টারলিংরা। ছাত্রদের দুর্দান্ত ফর্মে গর্বিত কাণ্ডারি গার্দিওলা। ইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই সিটির জয়জয়কার। এবার শিরোপার স্বপ্নে বিভোর সিটির সামনে বাধা ওয়েস্টহ্যাম।
সমর্থকরা কী ভাবছেন? হ্যামারদের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য সতর্ক হয়েই পা ফেলতে চান গার্দিওলা। ম্যাচের আগে নাথান অ্যাকে ছাড়া আরও কারোরই ইনজুরি সমস্যা নেই। ফিরছেন ডি ব্রুইনা ও জন টোনস। তাই যাচাই-বাছাই করেই একাদশ সাজাতে পারবেন কোচ।
হ্যামারদের বিপক্ষে পরিসংখ্যানের পাতাটাও সমৃদ্ধ ম্যানচেস্টার সিটির। ৫৮ জয় নিয়ে এগিয়ে আছে সিটিজেনরা। ৩৭টি ম্যাচে জয় আছে ওয়েস্টহ্যামের।
ম্যানচেস্টার সিটির মতো এতটা সুখে নেই বার্সেলোনা। লা লিগায় তিনে আছে কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগের আশাও প্রায় শেষের পথে।
সূত্র: সময় টিভি