স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম আজ। নিলাম শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। শেষ মুহূর্তে এ নিলামে নাম তুলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
ইংলিশ পেসার মার্ক উড নিলাম থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় নিলামে উঠছে মুশফিকের নাম। মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ভারতীয় রুপি। উইকেটরক্ষকদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্য আছে শুধু স্যাম বিলিংসের, ২ কোটি রুপি।
মুশফিকুর রহিম ছাড়াও নিলামে আছেন আরো ৪ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সূত্র: কালের কণ্ঠ