সারাদেশ ডেস্ক আজনিউজ২৪: সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বগি থেকে পড়ে নষ্ট হয়ে গেছে এক লাখ ৬০ হাজার লিটার ডিজেল।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মধ্যখানে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বগি থেকে ডিজেল ছড়িয়ে পড়তে শুরু করায় সংগ্রহ করতে হুড়োহুড়ি করেন এলাকাবাসী। রেল যোগাযোগ স্বাভাবিক হতে সারা দিন লেগে যেতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে বিভাগের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে পড়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ।
সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ২টি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এদিকে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূ্ত্র: সময় টিভি