স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: ক্যাম্পে ফেরার আনন্দে মিলিয়ে গেছে সব হতাশা। ঘরবন্দি জীবন থেকে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা এখন মুক্ত বিহঙ্গ হয়ে করছেন অনুশীলন। ফিরেছেন চেনা আবহে। ভুলেছেন লকডাউনের দুঃসহ সময়।
সিলেটে চলছে টিম টাইগ্রেসের অনুশীলন ক্যাম্প। সেখান থেকে সুখবর দিলেন টি-টুয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া গ্রুপে পাঠানো ভিডিও বার্তায় এ অলরাউন্ডার জানালেন, মেয়েরা যে ঘরে বসেও ফিটনেসের কাজ করেছেন তা প্রতিফলিত হচ্ছে অনুশীলনে।
‘৮-৯ মাস পর যে আমরা ক্যাম্পে এসেছি, মনেই হচ্ছে না প্রথম ক্যাম্পে আসছি। মনে হচ্ছে আমরা ক্রিকেটের ভেতরেই ছিলাম। মেয়েদের অনুশীলন দেখে মনে হচ্ছে বাসায় থাকলেও সবাই ফিটনেসের কাজ করেছে। এখানে আসলে খুবই ভালো প্রস্তুতি হচ্ছে।’
‘অনেকদিন সবাই ক্রিকেটের বাইরে ছিল, বাসায় ছিল। বায়ো বাবলে থেকে আমরা একটা ক্যাম্প শুরু করেছি। এজন্য ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ যে, আমাদের জন্য ক্যাম্পের সুযোগ করে দিয়েছে।’
‘খুব ভালো প্রস্তুতি হচ্ছে আমাদের এখানে। এখনো আমাদের হাতে অনেকটা সময় আছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য। সময়টার মধ্যে আমাদের ফিটনেস, স্কিল, যে ফরম্যাটগুলো আছে ক্রিকেটে, অনুশীলনের মাধ্যমে সব কাভার করতে পারব। যেহেতু সামনে আন্তর্জাতিক ম্যাচ আছে, ম্যাচের আগে প্রস্তুত হতে পারব আশা করি।’
‘ক্যাম্প শুরু করেছি অনেকদিন হয়ে গেল, প্রায় মাঝামাঝি। এখানে সব সুযোগ-সুবিধাই পাচ্ছি। আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। ফিটনেস করতে জিম পাচ্ছি, ইনডোর পাচ্ছি।’
৩২ ক্রিকেটারকে নিয়ে ৪ জানুয়ারি সিলেটে শুরু হয়েছে মেয়েদের প্রস্তুতি পর্ব। ক্যাম্প চলবে আর সপ্তাহখানেক। নিজেদের মধ্যে এরইমধ্যে চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সালমা-জাহানারা-রুমানারা।
গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা হয়নি জাতীয় দলের। সালমা-জাহানারা শুধু খেলেছিলেন দুবাইয়ে ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে।
মার্চে সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের বাংলাদেশ সফরে আসার কথা। সেখানে সুযোগ হতে পারে জাতীয় দলের কয়েকজনেরও। তবে ১ এপ্রিল শুরু হতে যাওয়া ঘরোয়া আসর বাংলাদেশ গেমসে খেলবেন সবাই।
মে-জুনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা শ্রীলঙ্কায়। সেটিই হবে আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের প্রত্যাবর্তনের সিরিজ। জুলাইয়ে লঙ্কাতেই আইসিসি ২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ।
গত বছরের জুলাইতে হওয়ার কথা হওয়া ছিল বাছাই। করোনার কারণে বাছাইপর্ব পিছিয়ে যায় একবছর। অনুমেয়ভাবেই ২০২১এর বিশ্বকাপ পিছিয়ে হচ্ছে ২০২২-এ। সূত্র : চ্যানেল আই