আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, আজনিউজ২৪: পৌষের শেষের দিকে এসে সারাদেশ থেকে অনেকটাই হারিয়ে গেছে শীতের প্রভাব। তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে সবখানেই। তবে আসছে সপ্তাহের শেষ দিকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, ১২ বা ১৩ জানুয়ারির পর থেকে দু-এক জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই সময় পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে, আবার হঠাৎ কমে গিয়ে আবার শীত বেড়ে যেতে পারে।
নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হলে তা তীব্র আকার ধারণ করতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সূত্র: সময় টিভি