স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: প্রথম ইনিংসে একটি, দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে মাত্র ৮ রানে ৫ উইকেট। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে গোলাপি বলে ভারতকে ৩৬ রানে অলআউট করার মূল কারিগর ছিলেন জশ হ্যাজেলউড। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে হাতেনাতেই পেলেন সেটার পুরস্কার। বোলারদের টেবিলে শীর্ষ পাঁচে ফিরেছেন অস্ট্রেলিয়ার পেসার।
আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে হ্যাজেলউডের উন্নতি ৪ ধাপ। রেটিং পয়েন্ট ৮০৫। তার সতীর্থ পেসার প্যাট কামিন্স ৯১০ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ। দুইয়ে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তিন ও চারে যথাক্রমে নিউজিল্যান্ডের দুই পেসার নিল ওয়াগনার ও টিম সাউদি।
কাগিসো রাবাদা, মিচেল স্টার্ক, জেমস অ্যান্ডারসনের পর সেরা দশের একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দশে তার সতীর্থ পেসার জাসপ্রিত বুমরাহ।
র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষস্থানে কোনো রদবদল হয়নি। শীর্ষে স্টিভেন স্মিথ ৯০১ পয়েন্ট নিয়ে। দুইয়ে বিরাট কোহলি ৮৮৮ রেটিংয়ে। তিনি অজি প্রতিদ্বন্দ্বীর সাথে ব্যবধান কমিয়েছেন ২ পয়েন্ট।
তিন থেকে যথাক্রমে দশের অন্যরা কেন উইলিয়ামসন, মার্নাস লাবুশেন, বাবর আজম, ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস, চেতেশ্বর পূজারা, জো রুট ও টম ল্যাথাম।
সূ্ত্র: চ্যানেল আই