সারাদেশ ডেস্ক, আজনিউজ২৪: ঘন কুয়াশায় মানিকগঞ্জ-মুন্সীগঞ্জে ফেরি চলাচল বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। তবে ফেরি বন্ধের কারণে দুর্ভোগে পড়েন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বুধবার (৯ ডিসেম্বর) আবারও ফেরি চলাচল শুরু হলে দুর্ভোগ কিছুটা কমতে শুরু করেছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। সকাল ৬টায় চালু হলেও আবারও বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। রাতভর অপেক্ষার পর যাত্রীরা ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হয়েছেন।
গতকাল সন্ধ্যা থেকেই কুয়াশার মাত্রা বাড়তে থাকায় ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় দেখা যায়নি বিকন বাতি ও চ্যানেলের মার্কিং পয়েন্ট। মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। পরে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে উভয় পাড়ে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। তবে সকাল ১০টার দিকে এই রুটে আবারও চালু হয় ফেরি চলাচল।
সূ্ত্র: সময় টিভি