স্পোর্টস ডেস্ক, ১৪নভেম্বর, ২০১৯ (এইউজেডনিউজ২৪) : ইন্দোর টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। যদিও তার সিদ্ধান্তকে সঠিক হতে দেননি ভারতীয় বোলাররা। কেননা ভারতীয় পেসার বোলিংয়ে প্রথম সেশনেই খেই হারিয়ে ফেলেন বাংলাদেশি দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। তাদের কাছ থেকে আসে মাত্র ১২ রানে পার্টনারশিপ। মাঝে কিছুটা সময়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে যান মুশফিক ও মুমিনুল। এ দু’জনের বিদায়ে ম্যাচ নিয়ন্ত্রণে চলে যায় স্বাগতিকদের হাতে। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেন, ব্যক্তিগতভাবে আমি ভাবছিলাম, টস জিতে ব্যাট করতে নামা এটা আসলে খুব সাহসী একটি সিদ্ধান্ত। আমরা এটা আশা করিনি। আমরা ভেবেছিলাম তারা টস জিতে আগে বল করবে। কিন্তু তারা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়, যা তাদের অবস্থান থেকে প্রশংসা করার মতো।
অশ্বিন আরও বলেন, সকালে তাদের কিছু ব্যাটসম্যান দারুণ ব্যাট করছিল। এমন উইকেটে এসে ব্যাট করা মুখের কথা নয়। আমরা ভালো করেছি। বাংলাদেশের সমালোচনা করা উচিত নয়। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারতের বোলারদের কৃতিত্ব দেয়া।
মুমিনুলের সাহসী সিদ্ধান্তে অবাক অশ্বিন
খেলা
0 Views