বাণিজ্য সংবাদ, আজনিউজ২৪: ঢাকায় সফলতার পর এবার খুলনাতেও এগিয়ে যাচ্ছে রিয়েল ক্যাপিটা গ্রুপের নতুন প্রকল্পের আর.সি. শান্তি কুটির। আজ ও আগামীর পথে এগিয়ে চলা স্বনামধন্য রিয়েলএস্টেট কোম্পানী “রিয়েল ক্যাপিটা গ্রুপ” বাংলাদেশের ৩য় বৃহত্তম শহর বিভাগীয় নগরী খুলনাতে গ্রুপের নতুন প্রকল্প “আর.সি. শান্তি কুটির” এর আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষর এর একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাতিক্রমধর্মী রিয়েল এস্টেট এর সমাধানের লক্ষ্যে “আর.সি. শান্তি কুটির” প্রকল্পের উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন রিয়েল ক্যাপিটা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মাদ আরিফুজ্জামান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাঞ্জুর আহমেদ সোহান সহ গ্রুপের অন্যান্য পরিচালক এবং শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।
রিয়েল এস্টেট সমাধানের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা। দেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক অঞ্চলের গ্রাহকদের “আর.সি. শান্তি কুটির” মাধ্যমে ফ্ল্যাটের সুব্যবস্থা করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, রিয়েল এস্টেট খাতের সমস্যা নিয়ে সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মাধ্যমে এ খাতের সীমাবদ্ধতাগুলো অনেকটাই কাটিয়ে উঠা সম্ভব। দেশের মানুষের একটি বড় অংশ এখনো রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ এবং এর সম্ভাবনা সম্পর্কে রয়েছেন অন্ধকারে।বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের সমস্যা হল সঠিক দিক নির্দেশনা এবং একটি সুনির্দিষ্ট কাঠামোর অভাব। দেশে প্রতিষ্ঠিত অনেক রিয়েল এস্টেট কোম্পানিই এখনো মানুষকে এই খাতে বিনিয়োগ করার জন্য আশ্বস্ত করে তুলতে পারছে না, রিয়েল ক্যাপিটা সেখানে গ্রাহকদের কাছে আজ একটি নাম, একটি আস্থার সমাধান কেন্দ্র হওয়ার লক্ষ্যে আজ ও আগামীর পথে সততার সাথে এগিয়ে চলছে।