বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, আজনিউজ২৪: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের প্রবৃদ্ধি বাড়াতে এবং আইসিটি খাতের জন্য মেধাবী তরুণদের স্বার্থে বাংলাদেশে চারটি আইসিটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে হুয়াউয়ে। এ আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল – বিসিসি ও বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি। রাজধানীর আগারগাওয়ে অবস্থিত বিসিসি মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে সমঝোতা স্বারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হুয়াউয়ে টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী ঝ্যাং ঝেংজুন, বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতীম দেব। এ চুক্তির আওতায় বাংলাদেশ আইসিটি কম্পিটিশন, আইসিটি জয়েন্ট ইনোভেশন সেন্টার, হুয়াউয়ে আইসিটি একাডেমি এবং কিউরেটিং বাংলাদেশ স্টার্ট আপস, এই চারটি প্রোগ্রাম শুরু হবে। সূত্র : সময় টিভি