ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয় পেলেও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ছেড়ে দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। সিরিজ টুইটে এখনও নিজের দাবিতে অনঢ় ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন চূড়ান্ত জয় পাবেন তিনি। তার এ জেদকে বিব্রতকর বলছেন বাইডেন।
ট্রাম্পের ক্ষমতার মেয়াদ রয়েছে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত। আর একই দিনে শপথ নেয়ার কথা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। আর শপথ নেয়ার পর তার হাতেই থাকবেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় এবং সামরিক ক্ষমতাসহ সব ধরণের প্রশাসনিক ক্ষমতা। ফলে চাইলেই বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বের করে দিতে পারবেন।
আর যেহেতু এখনোও তার প্রেসিডেন্সি ক্ষমতা রয়েছে ধারণা করা হচ্ছে এ সময়ের মধ্যে জো বাইডেনের জন্য আগামীর পথটা কঠিন করে রেখে যেতে পারেন তিনি। এরইমধ্যে হোয়াইট হাউস থেকে ক্ষমতাচ্যুত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে। হুঙ্কার দেন এ্যান্তোনি ফাউসিকেও বরখাস্ত করারও।
প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে একের পর এক টুইট করে নিজেকে জয়ী দাবি করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফলের চারদিন পর টুইট করে নিজের বিজয়ের কথা বলেন। নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়তে না চাওয়ায় বিব্রতকর পরিস্থিতির তৈরী করেছেন বলে মন্তব্য করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন।
নব বির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, তবে কোন ভাবেই সে আর ক্ষমতায় থাকতে পারবে না। স্টেট সেক্রেটারি মাইক পম্পেও যেন ট্রাম্পের সাথে সুর মিলিয়েছেন ক্ষমতা থেকে সরে না যেতে। রাজনৈতিক বিশ্লেষক জনাথন লেম বলেন, ভিত্তিহীন দাবি নিয়ে আইনি লড়াইয়ে বেশি দূর যেতে পারবে না ট্রাম্প। সে হয়তো ভাবছে বিশ বছর আগে ভোট পুনর্গননা মাধ্যমে বুশ যেভাবে প্রেসিডেন্ট হয়েছিলো তিনিও এক-ই পথে হাঁটবেন। তবে এটি সম্ভব না। কারণ বাইডেন তার চেয়ে বিপুল ভোটে এগিয়ে বেশিরভাগ জায়গায়।
অযৌক্তিক জেনেও শেষ মুহূর্তে চাকরি না হারাতে বর্তমান প্রশাসনের অনেকেই হয়তো জনসম্মুখে ট্রাম্পের পক্ষে কথা বলছেন। তবে বেশিরভাগই চুপ রয়েছেন। কারণ তারা জানেন ট্রাম্প বেশিদূর এগোতে পারবেন না।