স্পোর্টস ডেস্ক, ১১ নভেম্বর,এইউজেডনিউজ২৪: ইউনেক্স-সানরাইজ নেপাল ইন্টারন্যাশনাল সিরিজ খেলতে আজ মঙ্গলবার নেপাল যাচ্ছে বাংলাদেশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন থেকে এ তথ্য জানানো হয়।
দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন আলমগীর হোসাইন এবং কোচ হিসেবে মো. অহিদুজ্জামান রাজু।
দলের আট খেলোয়াড় হলেন- গৌরব সিংহ, এস.এম. সিবগাত উল্লাহ, মোহাম্মদ সালমান খান, তুষার কৃষ্ণ রায়, শাপলা আক্তার, এলিনা সুলাতানা, বৃষ্টি খাতুন ও রেহানা খাতুন। সূত্র : ডেইলি বাংলাদেশ