ন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ভূমিকা খুব সামান্য বলে মন্তব্য করেছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগ্যান। আর যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য অপ্রাসঙ্গিক ও মোটেও গঠনমূলক হয়নি। বাংলাদেশে চীন দূতাবাসের ভ্যারিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেয়া হয়েছে।
প্রথমবারের মত বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট, চীন-ভারত সীমান্তে সংঘাতসহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। বাংলাদেশকে নিজেদের অর্থনীতির বলয় ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজির গুরুত্বপূর্ণ অবস্থানেও রয়েছে বলে দাবি করেন।
২৩ অক্টোবর রাতে স্টিফেন বিগানের সফর ঢাকার চীনা দূতাবাস ভ্যারিফাইড পেইজে মতামত তুলে ধরে বেইজিং এর।
স্ট্যাটাসে বলা হয়েছে, গেলো মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাংলাদেশ ও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন স্টিফেন বিগ্যান। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। চীন দূতাবাস মনে করে, সফরে বাংলাদেশ ছাড়ার আগেও বিগ্যান চীন-ভারত সীমান্ত সংঘাত, দক্ষিণ চীন সাগরসহ হংকং নিয়ে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেন। এর কোনোটির সাথেই বাংলাদেশের সম্পর্ক নেই। বিগ্যানের এ ধরণের মন্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘণই নয়, বাংলাদেশের জন্য অশ্রদ্ধার বলেও স্ট্যাটাসে বলা হয়েছে।
বড় দুই শক্তির লড়াইয়ে বাংলাদেশ নাই, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার সজাগ রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তবে কূটনীতিকদের মতে, স্টিফেন বিগানের বক্তব্যে বাংলাদেশকে ছোট করা হয়েছে বলে মনে হয়নি। চীন-আমেরিকার প্রক্সি ওয়ারের বাংলাদেশ নতুন কোন মাঠ নয় বলে জানান বিশ্লেষকরা। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর