আইন ও আদালত ডেস্ক, আজনিউজ২৪: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ৮০ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর) একাধিক অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জেলেকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে ১০ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ২৩ জন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এ ছাড়া আটক ১৪ জন অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। সূত্র : সময় টিভি