বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, আজনিউজ২৪: সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের কালকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবাদাতাদের সংগঠন। শনিবার (১৭ অক্টোবর) আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন ও এলজিআরডি মন্ত্রী দুই সিটি কর্পোরেশনকে তার কাটা বন্ধ রাখতে চিঠি দিয়েছেন।
এছাড়া ঝুলন্ত তার অপসারণ সমস্যার যৌক্তিক সমাধানে সাতদিন সময় চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ কথা জানান। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কেবল টিভি অপারেটরদের ধমর্ঘটে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি এ কথা জানিয়েছেন। এর পরপরই ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের কালকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত থেকে তারা সরে আসেন।
এরআগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্যাবল অপসারণের প্রতিবাদে রোববার থেকে প্রতিদিন তিন ঘণ্টা রাখার চিন্তা করেছিলো ব্রডব্যান্ড ইন্টারনেট। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ কর্মসূচির কথা জানায়। ঘোষিত কর্মসূচির আওতায় আগামীকাল রোববার থেকে শুরু করে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইন্টারনেট বিতরণ বন্ধ রাখবে আইএসপিএবি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক বিনা নোটিশে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ও সড়ক সমূহে ইন্টারনেট ক্যাবল অপসারণ করছে। আইএসপিএবি এর কার্যনির্বাহী কমিটি বারবার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপসের সাথে যুক্তিসংগত দাবিসমুহ নিয়ে দেখা করে আলোচনা করেও এর কোন প্রতিকার পায়নি৷ তারপরও ক্যাবল কাটা বন্ধের কোন ধরনের সুরাহা না পেয়ে রোবার সকাল ১০টা হইতে দুপুর ১টা পর্যন্ত প্রতিদিন ধারাবাহিকভাবে ইন্টারনেট সেবায় পরবতী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতীকী ধর্মঘট কথা ছিলো।
অন্যদিকে এমন কর্মসূচির ঘোষণায়ও অনড় অবস্থানে থেকে ক্যাবল অপসারণ অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সূত্র: সময় টিভি ও চ্যানেল আই