আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, আজনিউজ২৪: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কয়েকটি স্থানে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
আজ সোমবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকায়। আবহাওয়া অধিদপ্তর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে । ঢাকার বাইরে ফেনীতে ২২ মিলিমিটার ও নোয়াখালীর মাইজদীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঢাকায় সকাল সাড়ে ১০টা থেকে ১১টা মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ভোগান্তিতে পড়েন নগরবাসী।
রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোড়, লালমাটিয়া, আসাদগেট, গ্রিনরোড, সোনারগাঁও মোড়, রামপুরা ও খিলগাঁওয়ের বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে।
পানি দীর্ঘসময় জমে না থাকলেও রাজধানীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের কারণে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত আরও দুদিন হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম।
আজ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি গত ২৪ ঘণ্টায় পায়রা থেকে ১১১ কিলোমিটার ও মোংলা থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে সরে গেছে।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল আছে।
চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সূত্র : দেশ রূপান্তর