হেল্থ ডেস্ক, আজনিউজ২৪: কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩১ সহ মোট প্রাণহানীর সংখ্যা দাঁড়ালো ৫হাজার ৫শ’ ৫৫ জনে। যার মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ১২ জন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তেরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
করোনা আক্রান্তের ২১৯তম দিনে এসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫হাজার ৫শ’ ৫৫ জনে। আর গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪শ’ ৭২ জন।
আক্রান্তের হার ১১ দশমিক এক তিন শতাংশ। ফলে এখন পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৭শ’ ৩৮ জন। আর নতুন ১ হাজার ৫শ’ ৩১ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৩শ ৯১ জন।
বিভাগ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ৪ জন, সিলেট ৪ জন, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন রয়েছেন। সূত্র : সময় টিভি