মুক্তমঞ্চ ডেস্ক, আজনিউজ২৪: এক সময় ফেসবুক, মেসেঞ্জার এসব ছিলোনা। আমাদের তখন যোগাযোগের মাধ্যম ছিল ল্যান্ডফোন, সেল ফোন, চিঠি, কিংবা ইমেইল। ইয়াহু মেসেঞ্জার নামেও কিছু একটা ছিল, এখনো আছে হয়তো, কিন্তু এর ব্যাবহার অনেক কম এখন। পিসিতে ওয়েব ক্যাম দিয়ে ইয়াহু মেসেঞ্জার এ আত্বীয় বন্ধুদের সাথে যোগাযোগ হতো তখন আমার।
এখন আসি ফেসবুক আর মেসেঞ্জার প্রসংগে। সময়ের সাথে সাথে আমরা আধুনিক থেকে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি। তথ্য প্রযুক্তির দিক থেকে কতোই না আমরা এখন এগিয়ে।
মন চাইলেই একটা পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারি নিজের গাওয়া গান, গল্প কবিতা, প্রিয় ছবি, বাগানের ছবি, নিজ হাতের রান্নার ছবি, সুন্দর কোন যায়গার ছবি ইত্যাদি ইত্যাদি।
ফেসবুক নামক এই সামাজিক যোগাযোগ মাধ্যম টা আমার কাছে আমার নিজের ঘর এর মতোই। আমি যাকে ভালো বন্ধু মনে করবো তাকে এখানে জায়গা দিবো। জায়গা দেয়া মানে এই না আপনি আমার বাড়িতে ধুলা মাখা পায়ের জুতাটা নিয়ে আমার বাড়ি টা নোংরা করে যাবেন। জ্বী আমি আপনাদের লেখা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কমেন্ট এর কথা বলছি। এই ধরনের নোংরা মানুষদের আমার বাড়িতে আর রাখছি না।
ফেসবুক একটা যৌথ পরিবারের মতো, যেখানে বাবা, মা, বড় ভাই বোন, মামা, চাচা, খালা, ফুপু, এমনকি দাদা দাদি, নানা নানিররাও থাকেন। বাচ্চারা তো আছেই। আরো আছে স্কুল কলেজ, ইউনিভার্সিটির বন্ধুরা, ব্যাচমেট। থাকে এলাকার প্রতিবেশীরাও। এখানেই শেষ না, আরো আছেন, অফিসের কলিগ, নিজের ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা, ফ্যামিলি ডক্টর, ল ইয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো নিজের স্বামী /স্ত্রী আর শশুর বাড়ির আত্বীয়রা।
কেউ যখন কোন পোস্টে অপ্রাসঙ্গিক কমেন্ট করেন একটু ভাবেন তো আমি ছাড়াও আপনি কতোগুলা মানুষের চোখে নিজেকে খারাপ জাহির করছেন?? এখনকার যুগে ড্রাইভার, দারোয়ান এমন কি কাজের বুয়াদেরও ফেসবুক আছে। আমি বলবো তারা নিরক্ষর হয়েও সব কিছু দেখে শুনে। লিখতে পারেনা বিধায় তারা মন্তব্য করে না, আমি বলবো তারা অন্তত এই অক্ষরজ্ঞানী মানুষেদের চেয়ে অনেক উত্তম।
আপনার করা কমেন্ট/মন্তব্য আপনি কোন শ্রেণীর মানুষ, আপনার বংশ মর্যাদা, পারিবারিক শিক্ষা সব কিছু বলে দেয়। তাই প্রথম ধাপে আজ কিছু কাছের এবং দুরের বন্ধুকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করলাম। এটা পর্যায়ক্রমে চলতে থাকবে৷ বাড়ি আমার, আর বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ও আমার।
আরেকটা কথা, মেসেঞ্জার এ কোন দরকার ছাড়া আর খুব কাছের বন্ধু বা আত্বীয় ছাড়া সরাসরি ফোন দেয়া/ অপ্রয়োজনীয় মেসেজ দেয়া মানুষ গুলাকে ব্লক করে দিবো আমি। ফোন দেয়ার আগে অন্তত একটা মেসেজ দিয়ে দেখা উচিত, আমি সেই সময়ে ফ্রি আছি কিনা কিংবা কোন কাজে ব্যাস্ত আছি কিনা! সেটা জেনে ফোন দেয়াটা একটা সাধারন ভদ্রতা। আমার হাজার হাজার বন্ধুর প্রয়োজন নাই ফেসবুকে। ১০০ জন ভালো বন্ধু, আত্বীয়, শুভাকাঙ্ক্ষী থাকলেই আমার হবে।
আসুন আগে নিজেরা ভালো হই, অন্যদের ভালো উপদেশ দেই, ভালো কমেন্ট করি, খারাপ কিছু লিখে অন্যকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলি নিজেও বিব্রতবোধ না করি ভালো বন্ধু না হতে পেরে।
সচেতন হই সবাই।ফেসবুকটাকে ভালো কাজে ব্যাবহার করি। উৎসাহ মূলক, মন ভালো হয়, পড়লে খুশি হবে সবাই এমন সব কিছু লিখি। সুন্দর রাখি সম্পর্কগুলোকে শ্রদ্ধায়, মায়ায়, পরম মমতা আর ভালোবাসায়।
প্রসংগঃ ফেসবুকীয় আদব কায়দা!! : টিনা মনসুর
বিচিত্রতা
0 Views