ইন্টারন্যাশনাল ডেস্ক ,আজনিউজ ২৪: দক্ষিণ কোরিয়ার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (০৯ অক্টোবর) সকালে বন্দরনগরী উলসানের ৩৩ তলা ভবনে আগুন লাগলে মুহূর্তেই তা ভবনের বিভিন্ন অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়।
অ্যাপার্টমেন্টে থাকা অনেকেই শ্বাসকষ্টে ভোগেন। তাৎক্ষণিকভাবে নিহতের কোনো খবর পাওয়া না গেলেও শাসকষ্টে ভোগা প্রায় ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার পরপরই ভবন খালি করে দেয়া হয়। এছাড়া ভবনের উন্মুক্ত জায়গায় আশ্রয় নেয়া আরো ৭৭ জনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের সূত্রপাত তদন্তে কাজ শুরু হয়েছে বলে জানানো হয়। সূত্র : সময় টিভি