ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: ইরাকের রাজধানী বাগদাদে রকেট হামলায় তিন শিশু ও দুই নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এই হামলার আরো দুই শিশু আহত হয়েছেন। সোমবার ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়,বাগদাদ বিমানবন্দকে লক্ষ্য করে হামলাকারী রকেট হামলা চালায়। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। ঐ রকেট একটি বাড়িতে গিয়ে আঘাত হানলে একই পরিবারের দুই নারী এবং তিন শিশু নিহত হয়েছেন। জানা গেছে, বাগদাদের পার্শ্ববর্তী আল-জিহাদ এলেকা থেকে রকেট হামলাটি চালানো হয়েছে।
ইরাকি সেনাবাহিনীর অভিযোগ, কাপুরুষোচিত অপরাধী দল বিশৃঙ্খলা সৃষ্টি করতে ও মানুষকে আতঙ্কিত করতে এই ধরণের হামলা চালাচ্ছে। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য নির্দেশা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমী।
ইরাকের অভ্যন্তরীণ প্রশ্নে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ ও ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহারে বাধ্য করতেই ইরান সমর্থিত শিয়া যোদ্ধারা এমন রকেট হামলা চালিয়ে থাকে।