বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবং ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। গত আগস্টেই এসংক্রান্ত একটি নির্দেশনায় স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে টিকটক এবং উইচ্যাট নিষিদ্ধের এ ঘোষণা কার্যকর হবে। ঘোষিত এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে টিকটক ও এর মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স।
এদিকে রয়টার্স জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের এক আদালতে নিষেধাজ্ঞাটি রুখে দিতে আবেদন করেছে টিকটক। অভিযোগে বলা হয়, রাজনৈতিক কারণে এ নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নিষেধাজ্ঞা বাইটড্যান্সের ফার্স্ট এমেন্ডমেন্ট অধিকার ক্ষুন্ন করবে।
আরও পড়ুন: ইরানে করোনায় মৃতের সংখ্যা প্রায় ২৫ হাজার
জানা যায়, হুয়াওয়ের পর টিকটক ও উইচ্যাটকে ঘিরে একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে চীন আগেই বলেছিল, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হলেও এই অ্যাপ বিক্রি করা হবে না।