ইন্টারন্যাশনাল ডেস্ক, এ্উজেডনিউজ২৪: ভারতীয় সংসদের ঐতিহাসিক ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশটির সরকার। সেখানে এরই মধ্যে নতুন ভবন তৈরির জন্য টেন্ডার চূড়ান্ত করা হয়েছে। সেটি পেয়ে ভারতের প্রভাবশালী ব্যবসায়ীক গ্রুপ টাটা। ১১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হবে নতুন ভবন। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে ২০২২ সাল পর্যন্ত। নতুন ভবনটি হবে তিনতলা এবং ত্রিভুজাকৃতি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে এই প্রকল্প হাতে নিয়েছে বিজেপি সরকার। তবে সমালোচকরা বলছে, সরকারের উচিত এই মুহূর্তে করোনাভাইরাস মোকাবিলায় অর্থ খরচ করা। বর্তমানে ভারতে ৫০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। আর এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯২০ সালে এই সংসদ ভবনটি নির্মাণ করা হয়েছিল, বর্তমানে এর সক্ষমতা হারিয়ে গেছে। ফলে এটি নতুন করে নির্মাণ করা দরকার। দিনে দিনে এর সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত হচ্ছেন। বর্তমানের চেয়ে আকৃতিতে বড় হবে নতুন ভবনটি। নতুন ভবনে সাংসদদের জন্য আসন থাকছে ১৪০০টি।
দিল্লিতে ঔপনিবেশিক আমলের সরকারি ভবনগুলো আধুনিকায়নের জন্য সরকারের নেয়া ২০০ কোটি ডলারের এক প্রকল্পের অংশ হিসেবে নতুন সংসদ ভবন নির্মাণের এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে গোটা প্রকল্পটি নিয়ে ইতোমধ্যেই বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। প্রকল্পের সমালোচকরা এর খরচ এবং নতুন ভবনগুলোর নির্মাণশৈলীর নান্দনিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দেশটিতে নতুন সংসদ ভবনের জন্য দাবি প্রায় এক দশকের পুরনো। নতুন একটি ভবন তৈরির প্রয়োজনীয়তার পক্ষে সংসদে গত এক দশক ধরে বক্তব্য দিয়ে এসেছেন বিভিন্ন স্পিকার। ব্রিটিশ স্থপতি হারবার্ট বেকার ভারতের বর্তমান গোলাকৃতি সংসদ ভবনটির নকশা তৈরি করেছিলেন। এই সংসদ ভবনে বিশাল গম্বুজাকৃতি হল রয়েছে এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল ১৯২৭ সালে।