ইন্টারন্যাশনাল ডেস্ক,এইউজেডনিউজ২৪: এবার পুরোপুরিভাবে রোহিঙ্গা গ্রামগুলোর নাম মানচিত্র থেকে মুছে দিচ্ছে মিয়ানমার সরকার। মূলত রোহিঙ্গা জনগোষ্ঠীর কান কিয়া গ্রামটি গত তিন বছর আগে আগুনে পুড়িয়ে ধ্বংসাবশেষ বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছিল মিয়ানমারের সেনারা।
এখন দেশটির সরকারি মানচিত্র থেকেও মুছে দিল নাফ নদী থেকে ৩ মাইল দূরে কান কিয়া গ্রাম। এই যায়গাটিকে এখন কাছের মংডু শহরের বর্ধিত অংশ বলা হচ্ছে। গুগলের স্যাটেলাইট ছবিতে দেখা যায়, গ্রামটির যায়গায় বেশ কিছু সরকারি ও সামরিক ভবন গড়ে উঠেছে।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানান, ২০১৭ সালের মিয়ানমারে সেনাবাহিনী যে চারশো গ্রাম গুড়িয়ে দিয়েছে কান কিয়া সেগুলোর মধ্যে কানকিয়া একটি