সারাদেশডেস্ক, এইউজেডনিউজ২৪: বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে বাস, কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতরা সদ্যভূমিষ্ঠ ছয়দিন বয়সি নবজাতকের লাশ অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথেনিহতদের মধ্যে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্স আরোহী ছিলেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কের উপজেলার আটিপাড়া রাস্তার মাথা নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই সময়ে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটিকে পেছন থেকে মায়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।
হৃদয় বিদারক এই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক আলমগীর (৪২), নবাগত শিশু তামান্নার বাবা আরিফ হোসেন (৪০), ফুফু শিউলি বেগম (২৮), চাচা কাইয়ুম (৩৮) ও দাদি কোহিনুর বেগম এবং মামা। আর নবাগত শিশু তামান্না দুর্ঘটনার আগেই রাজধানীর একটি হাসপাতালে মারা গিয়েছিল। মারা যাওয়া ওই পরিবারের সদস্যরা সবাই ঝালকাঠি জেলার সদর উপজেলার বাউকাঠি এলাকার বাসিন্দা।
উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, রাজধানীর একটি হাসপাতাল খেকে নবজাতকের লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে কোরে ঝালকাঠির দিকে যাচ্ছিলেন স্বজনরা। উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিতে পেছন থেকে ধাক্কা দেয়।
বাস ও কাভার্ডভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
এদিকে দুর্ঘটনার খবরে বরিশাল থেকে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে ছুটে আসা নিহত আরিফের মামাতো ভাই সুমন জানান, রাজধানীর একটি হাসপাতালে গত ৩ সেপ্টেম্বর আরিফের স্ত্রীর সিজারিয়ানের মাধ্যমে কন্যাসন্তান তামান্নার জন্ম দেন। জন্মের ছয় দিনের মাথায় বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে নবজাতক তামান্না মারা যায়। কিন্তু নবজাতকের মাকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রেখে তার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে সবাই বাড়িতে ফিরছিলেন। সূত্র : জাগো নিউজ ও সময় টিভি